বিশ্বকাপে ভারতকে যে ভাবে ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সৌরভ

বছরজুড়ে বড় বড় দলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলে বেড়ায় ভারত। বড় দলের বিপক্ষে খেললেও সাফল্য তাদের কম নয়। দেশের মাটিতে তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকেও নাস্তানাবুদ করে ছাড়ে তারা।

কিন্তু সম্প্রতি একটা সমালোচনা ভারত দলের সঙ্গী হয়েছে—আইসিসির টুর্নামেন্টগুলোতে গিয়ে কীভাবে যেন খেই হারিয়ে ফেলে।প্রায় প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টেই অন্যতম ফেবারিট হিসেবে খেলতে যায় ভারত। এমন একটি দলই কিনা বৈশ্বিক টুর্নামেন্টে সর্বশেষ শিরোপা জিতেছে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এ কারণে প্রশ্ন উঠছে—এবার দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পারবে কি ভারত?

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। দেশের মাটিতে সাফল্য পাওয়ার একটা উপায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাতলে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিছুদিন আগেই বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সাবেক হওয়া সৌরভের পরামর্শ একটাই—ভয়ডরহীন ক্রিকেট খেলো এবং বিশ্বকাপ জয় করো!ভারত দল কখনোই দুর্বল হতে পারে না বলে মনে করেন সৌরভ।

বিশ্বকাপে ভারত কেমন করবে, এমন প্রশ্নের উত্তরে সৌরভ শুরুটা করেছেন এভাবে, ‘ভারত কখনোই দুর্বল দল হতে পারে না। যে দেশে এত ক্রিকেটার আছে, তারা কখনোই দুর্বল দল হতে পারে না। এখানে তো দেশের অর্ধেক ক্রিকেটার সুযোগই পায় না।’এরপর কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিতকে বিশ্বকাপের আগে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছেন সৌরভ, ‘আমি চাইব রাহুল দ্রাবিড়,

রোহিত শর্মা আর নির্বাচকেরা বিশ্বকাপ পর্যন্ত একই দলের ওপর আস্থা রাখুক।’এরপর বিশ্বকাপ এলে দলের খেলোয়াড়দের কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছেন সৌরভ, ‘যখন তারা বিশ্বকাপে যাবে, কোনো চাপ ছাড়াই খেলতে হবে। তাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। এরপর তারা শিরোপা জিতল কী জিতল না, সেটাতে কিছু যায়–আসে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *